
জেলা পুলিশের আয়োজনে রবিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স থেকে বর্নাঢ্য র্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বীরপ্রতিক মহিউদ্দিন মানিক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কলাম আজাদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাবেক সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল প্রমুখ। একইদিন বিকেলে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। এছাড়া জেলা শহরের বাইরে গৌরনদী মডেল থানা পুলিশের আয়োজনে সর্ববৃহত বর্নাঢ্য র্যালী বের করা হয়। সকাল দশটায় থানা কম্পাউন্ড থেকে র্যলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। র্যালীতে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুর রব, ওসি তদন্ত মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম