
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩০তম বার্ষিক সদস্য সভা ও নির্বাচন সোমবার রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা বোর্ডের বিদায়ী সভাপতি আলহাজ্ব দিদার উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায় প্রকৌশলী দিপঙ্কর মন্ডল, নির্বাহী প্রকৌশলী অনিল সরকার, পরিচালনা বোর্ডের নির্বাহী সদস্য পাপরী মন্ডল প্রমুখ।
শেষে গোপন ব্যালটের মাধ্যমে ২০১৯ সালের জন্য চার সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটি নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন, সভাপতি আলহাজ্ব হাসান মোঃ জাকি ওরফে রিপন, সহসভাপতি আলহাজ্ব দিদার উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও কোষাধ্যক্ষ শামচুন নাহার।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম