প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০১৯, ১:৩৬ পি.এম
রাত না পোহাতেই সিলেটের তালতলায় অগ্নিকান্ড
![]()
নিজস্ব প্রতিবেদক: ২১শে ফ্রেবুয়ারী ঢাকার চকবাজারের ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার রেশ না কাটাতেই এবার সিলেটের তালতলা এলাকায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। ২২শে ফেব্রুয়ারী শুক্রবার আনুমানিক ভোর ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট ফায়ার সার্ভিস।
ঘটনার বিবরণে জানা যায়, সিলেটের তালতলাস্থ “হোটেল সুফিয়ার” নিচ তলায় “বিগবাজার ডিপার্টমেন্টাল স্টোরে” ভোর ৬টায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো দোকানে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌছে যায়। আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের দলটি আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান সিলেট ফায়ার সার্ভিসের কর্মকর্তা জনাব উজ্জল চক্রবর্তী। তবে ওই ডিপার্টমেন্টাল স্টোরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম