
বরিশালে দুই মাদক সেবীর একবছর করে কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: র্যাবের অভিযানে আটককৃত দুই মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার রাতে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদা নাছরিন এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, ওইদিন রাতে গৌরনদী উপজেলার টরকী এলাকা থেকে র্যাব-৮ এর সদস্যরা ইয়াবা সেবনকারী বেজগাতি গ্রামের মোকলেছ হাওলাদারের পুত্র শামীম ও সুন্দরদী গ্রামের ইউনুস সরদারের পুত্র রুবেলকে পাঁচ পিচ ইয়াবাসহ আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম