
বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহে র্যালী
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘কোন জাল ফেলবো না-জাটকা ইলিশ ধরবো না’ শ্লোগানকে সামনে রেখে বরিশালে শনিবার বেলা সাড়ে এগারোটায় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহীদুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত প্রমুখ।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম