স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নানা অয়োজনে বরিশাল নগরীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদ্যাপিত হয়েছে। সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরের জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ আর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিকেল পাঁচটায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম