সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন দাথিয়া দিগর (মাষ্টার তৈল পাম্প) এর পূর্ব পাশ থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ প নন্দ সরকার জানান, গতকাল শনিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে রায়গঞ্জ থানার পি.এস.আই সোলায়মান আলী ও এ.এস.আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের দাথিয়া দিগর এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পূর্ব পার্শ্ব থেকে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাঁঠালবাড়িয়া হাজিপাড়া গ্রামের শামছুল শাহ এর পুত্র শরিফুল শাহ (সাইফুল) (৪৫) ও একই জেলার বিমানবন্দর থানার বায়া ভোলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মাদ আলীর কন্যা নুসরাত জাহান নিশিতা (২৪) কে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রায়গঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৭৪ সনের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫বি(১)(বি) একটি মামলা দায়ের করে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করেছে। যার মামলা নং ০১৫ তারিখঃ ২২/০৬/২০১৯ইং।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম