
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল্লাহ মজুমদার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ সহ বিভিন্ন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
