উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের লস্করপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আঃ সালাম (৭০) বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মিয়স্বজন রেখে গেছেন। শুক্রবার আছরবাদ গার্ড অব অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস. আই. রুহুল আমিনসহ একদল চৌকস পুলিশ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টর নূরে আলম বক্তিয়ার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আনম আব্দুল হাকিম, আকবর খান, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম