মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাষ্টারের বাড়ির সামনের মাটির রাস্তাটি ইট দ্বারা সংস্কার করার দাবি এলাকাবাসীর

রফিকুল ইসলাম রনি, বরিশাল:- জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা এইচ,এম মিজানুর রহমান মাষ্টারের বাড়ির সামনের মাটির রাস্তাটি ইট দিয়ে কার্পেটিং করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসি। জানা গেছে দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ চরহোগল পাতিয়া দাখিল মাদ্রাসা ও সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ ঐ গ্রামের শতাধিক লোকজন প্রতিনিয়ত রাস্তাটি দিয়ে যাতায়াত করে। প্রবল বর্ষার পানি রাস্তার মাটিতে সংমিশ্রন হয়ে প্যাক সৃষ্টি হওয়ায় লোকজন চলাচলের অনুপযোগী। ইউনিয়নের যাতায়াত রাস্তা গুলোর মধ্যে দক্ষিণ চরহোগল পাতিয়া রাস্তাটি যাতায়তের প্রধান রাস্তা বলে উল্লেখ করেন ঐখানের বসবাসরত লোকজন। দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এইচ,এম মিজানুর রহমান মাষ্টারের সাথে কথা বললে তিনি জানান এই গ্রামের লোকজন চলাচল সহ পাশের গ্রামের শতাধিক লোকজন ও দাখিল মাদ্রাসা, সবুজ বাংলা স্কুল এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করে রাস্তাটি দিয়ে । রাস্তাটি কার্পেটিং করার জন্য এলাকাবাসী বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুর কাছে জোড়ালো আহবান জানান।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম