
বরিশালে গাছ থেকে পরে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:- জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে গাছ থেকে পরে গুরুত্বর আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজুল ইসলাম (৩২) নামের এক শ্রমিক শনিবার রাতে মারা গেছেন। সে ওই গ্রামের দেলোয়ার খানের পুত্র। জানা গেছে, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে রিয়াজুল ইসলামকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
