বরিশালে নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা
স্টাফ রিপোর্টার, বরিশাল :- “মৃত্যু নাই, নাই দুঃখ-আছে শুধু প্রাণ” এ বাণী নিয়ে বরিশাল নগরীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা নজরুল সংগীত জোটের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি শান্তি দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদ খায়রুল আনাম শাকিল। বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিকজন ও প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট এসএম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন বরিশালের নজরুল সংগীত জোটের শিল্পীরা।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম