
ইয়েমেনে প্রচণ্ড ক্ষুধায় প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মা’রা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল। শনিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে এ কথা বলেন তিনি। সৌদি আরবের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনে নবজাতক শিশুদেরও মৃত্যু ঘটছে বলে জানান তিনি।
তাহা আল-মুতাওয়াকেল বলেন, সৌদি আরবের যু’দ্ধের কারণে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি ঘটেছে তাতে প্রতি দুই ঘন্টায় ছয়টি নবজাতক মা’রা যাচ্ছে। আমরা বিশ্ববাসীর কাছে শিশুদের খেলনা এবং ভিডিও গেমস চাই না, আমরা শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং এ সংক্রান্ত অন্যান্য সামগ্রী চাই।
আমাদের শিশুদের বাঁচার অধিকার দেয়া হোক। তিনি আরও বলেন, আমাদের দেশের শিশুদের জন্য মা’য়াকা’ন্না বন্ধ করুন। ইয়েমেনের এই করুণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে তেমন ভালো কিছু করতে দেখি নি।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম