প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০১৯, ১০:০০ পি.এম
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে শেষ দিনেও ৬টি মনোনয়নপত্র জমা

জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন ২০২০ এর ঘোষিত তফসিল অনুযায়ী ২০শে ডিসেম্বর শুক্রবার শেষদিনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। ছয়টি পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকেল ৫টা পর্যন্ত । ২৯ ডিসেম্বর শুক্রবার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের নির্বাচন কমিশনার সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিনে শুক্রবার ছয়টি পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব), সাধারণ সম্পাদক পদে মনীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র), সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাবু (সংবাদ), কোষাধ্যক্ষ পদে জামিল মাহমুদ (ভোরের পাতা), দপ্তর সম্পাদক পদে এইচএম মাকসুদ আলী সুমন (নয়াদিগন্ত)। নির্বাচন কমিশনার আরও জানান, আগামি ২১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম