
মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর থানার এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,ইছাখালী গ্রামের জমসের আলীর ছেলে আলমগীর (২৪), ঝাঁঝাঁ গ্রামের মৃত চটু সরদারের ছেলে ইমরান (২৬) ও গোভীপুর গ্রামের ফেরদৌস আলীর ছেলে ইবনে আবু সুফিয়ান (২৪)। এস আই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সোপর্দ করা হবে।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম