
কবিতাঃ এলো রে রমজান
কবিঃ নাঈম আহমেদ
একটি বছরে বারটি মাস জানে সর্বলোকে,
সারাবছর কাটিয়েছো বিলাসিতার ভোগে।
একটি বছর ঘুরে যখন এলো রে রমজান,
করবে সবাই সিয়াম পালন,
ইবাদতে পূর্ণ হয়ে জুড়াবে সবার প্রাণ।
রমজান মাস এলে সবাই, করি সিয়াম পালন,
আল্লাহর ভয় ভীতি মনে, করতে হবে লালন !!
অন্য মাসের চেয়ে এ মাস, ফজিলতে ভরা;
না রাখিলে রোজা তবে হিসাব হবে কড়া।
প্রথম দশ দিন রাখবো রোজা
আছে রহমতে ভরা !!
ছাড়বো না কো পরের দশ দিন,
রয়েছে মাগফিরাতে ঘেরা !!
আরো আছে দশটি দিন,
নাজাত তাতে রয় !!
করলে পালন খোদার হুকুম,
আর কি মোদের ভয় !!
করাও যদি ইফতার তুমি কোন রোজাদারকে,
খুশি হবেন আল্লাহ ও রাসুল।
সমপরিমাণ সওয়াব পাবে,
নেইকো তাতে ও ভুল !!
যাকাত মোরা করব প্রদান, যদি সামর্থ্য হয়।
পৌঁছে দেব নিজ হস্তে, যেথায় গরিব দুঃখীর রয় !!
সঠিক নিয়ম মেনে সবাই,
করবো সিয়াম পালন।
পরকালের ভয় ভীতি, করবো মনে লালন !!
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম