
বরিশাল জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আলী হায়দার জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও প্রয়াত যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব ভাইয়ের প্রতিষ্ঠিত "হিউমিনিটি ভলান্টিয়ার্স"এর সহযোগিতায় বরিশাল নগরীতে ভলান্টিয়ারস্ এর মধ্যে চারজন সক্রিয় রয়েছেন। বাকিরা অনেকে করোনায় আক্রান্তসহ বিভিন্ন কারনে ততটা একটিভ থাকছেন না। চারজন ভলান্টিয়ার্স হলেন মেহেদি হাসান সকাল,মশিউর আলম খান পলাশ(যুগ্ম সম্পাদক জেলা যুবদল), উলফৎ রানা রুবেল ( জেলা যুবদল যুগ্ম সম্পাদক) ,
আলী হায়দার(জেলা যুবলদলের সহ সাধারণ সম্পাদক)। গতবছর মে মাস থেকে ২৫০ জনকে এবং ২য় ওয়েভের প্রায় ৫০ জনকে তারা সেবা পৌছাতে দেই এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, তাদের এই মানবিক কার্যক্রম দেখে আরো অনেককেই
অনুপ্রাণিত করবে মানব সেবায় এমনটাই আশা করেন তার।যুবদল নেতাদের স্বেচ্ছাশ্রম দেখে আশার আলো দেখছে নগরের অসহায় রোগীরা
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম