
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় ৬আসামিকে আটক করা হয়েছে।
সোমবার (২৪মে) রাঙ্গামাটি কোতোয়ালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটির একটি হোটেল থেকে রাতে ৬আসামীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫মে), আটক মোঃ হান্নান(১৯),দেলোয়ার হোসেন নফর আলী(৪৮),জয়নাল (৩৮),মোঃ হানিফ (৩৭), মো,কবির হোসেন (৩২)ও মোঃ পারভেজকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন (ওসি)জানান, ১৬মে কাপ্তাই নতুন বাজার পাশ্বর্বতী এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন এলাকার কিছু লোক পুলিশের কতর্ব্য কাজে হামলা ও পুলিশের মোটরযান ভাংচুর করার অপরাধে পুলিশ বাদী হয়ে ২২/২৫জনের নামে একটি মামলা দায়ের করে।
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম