সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনের সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। শনিবার সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।,
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, লাশের প্রাথমিকভাবে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে।,
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম