সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ আওয়ামীলীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে এক কলেজছাত্র।
শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র।'
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত') আব্দুল বারিক জানান, শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাড়িয়ে ছিল স্থানীয় আওয়ামীলীগ নেতা শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুনকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করে শওকত। শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম