
এছাড়া চরপোরজনা গ্রামের ছোরমান আলীর স্ত্রী আলেয়া খাতুন (৩৫), নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন, চরপোরজনা গ্রামের আমেনা খাতুন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু চাল বিতরণের সময় তাদের সহ অনেক কেই ধাক্বা দিয়ে বের করে দিয়েছেন। এসময় একজনকে ধাক্কা দিয়ে মাটি ফেলে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপস্থিত জনতা মাথায় পানি ঢেলে তাকে সুস্থ্য করে বাড়ি পাঠিয়ে দেন।
এছারাও নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন জানান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরে চেয়ারম্যানের নির্দেশে এক মহিলা আনসার চর থাপ্পর দিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমাকে বের করে দেয়। এছাড়া অনেকে অভিযোগ করে বলেন দুই দিন ধরে চালের জন্য অপেক্ষা করার পরেও আমাদের চাল দেওয়া হয়নি। অথচ বস্তা পরিবর্তন করে আনসার সদস্যদের দিয়ে ভ্যানে করে বস্তা বস্তা চাল পাচার করা হয়েছে।'
চাল নিতে আসা অনেকেই সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন ঈদুল ফিতরে আমাদের ভিজিএফের কার্ড বিতরণ করলেও শেষ পর্যন্ত চাল দেননি। চেয়ারম্যান বলেছে ঈদুল আযহায় যখন চাল বিতরণ করি তখন দিবো। আমরা দুইদিন হলো কাজ বাদ দিয়ে চালের জন্য ধর্না দিয়েও পাচ্ছিনা।
এব্যাপারে পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।'
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, দুস্থ্যদের জন্যে বরাদ্ধের চাল নিতে আসা মহিলাদের গায়ে হাত তোলা যাবেনা। এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।'
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম