
সোমবার (১ জুলাই') দুপুরে সিরাজগঞ্জ র্যাব -১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।
গ্রেফতারকৃত আসামি হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৪)।
র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সংবাদ সম্মলনে বলেন, র্যাব-১২ ও ১৪ এর আভিযানিক দলের সহযোগিতায় শেরপুর জেলার সদর থানার লক্ষীডাঙ্গী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শফিকুলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করার প্রক্রিয়া চলছে।'
সম্পাদক: আরিফুর রহমান সুমন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
৮৭ পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার, ঢাকা ১০০০, বাংলাদেশ।
@২০১৮-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত ।। এসএস২৪বিডি.কম