যে দেশে ‘বাংলাদেশ’ নামের জেলা আছে

২০১৫ সালে সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলাদেশ নামের জেলাটি সফর করেন

অবিশ্বাস্য হলেও সত্য এশিয়া মহাদেশের একটি দেশে ‘বাংলাদেশ’ নামের জেলা আছে। বাংলাদেশের সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি দেশটি সফরকালে এই কথা জানতে পেরে জেলাটিতে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান।

সাবেক সংস্কৃতিমন্ত্রী ২০১৫ সালে আর্মেনিয়া সফরকালে এই অভিজ্ঞতার মুখোমুখি হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম আর্মেনপ্রেস। তিনি ২০১৫ সালের ১৪ জুলাই ‘বাংলাদেশ’ নামে পরিচিত দেশটির রাজধানী ইয়েরেভানের মালাতিয়া-সেবাস্তিয়া জেলাটি সফর করেন বলে জানায় গণমাধ্যমটি।

আসাদুজ্জামান নূর গণমাধ্যমটিকে বলেন, আমার দেশের নামের এখানে একটি জেলা আছে শোনা মাত্রই আমি জেলাটি দেখার সিদ্ধান্ত নিই। আমি খুব দ্রুতই দেশে ফিরবো এবং আমার দেশবাসীকে ‘আর্মেনিয়ার এই ছোট বাংলাদেশ’র কথা জানাবো।

জেলাটির নাম ‘বাংলাদেশ’ হওয়ার কারণ সম্পর্কে নৃবিজ্ঞানী লিলিত মির্জোয়ানের একটি প্রবন্ধের বরাত দিয়ে ফারসি সংস্কৃতি, ইতিহাস ও রাজনীতি বিষয়ক ওয়েবসাইট ‘আজাম মিডিয়া কালেক্টিভ’ জানায়, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় থেকেই অঞ্চলটিকে এই নামে ডাকা হচ্ছে।

Share.

Leave A Reply

Exit mobile version