গ্যাসের দাম বৃদ্ধি না করার দাবিতে বরিশালে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গ্যাসের দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানী বন্ধ এবং অবিলম্বে সিলিন্ডারজাত গ্যাসের দাম কমানোর দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আয়োজনে সমাবেশে দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব হারুন-অর রশীদ, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির আহবায়ক নবীন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, সিলিন্ডারজাত গ্যাস বাজারজাত করা বেসরকারী কোম্পনীগুলো ১২০ ভাগ লাভে রয়েছে। তার ওপর গণশুনানী করে গ্যাসের দাম বৃদ্ধি করার পাঁয়তারা চালাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। তাই এ প্রহসনমূলক গণশুনানী বন্ধ করে সাধারণ মানুষের স্বার্থে গ্যাসের দাম কমানোর দাবি করা হয়।

Share.

Leave A Reply

Exit mobile version