জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সর্বোচ্চ মেধা বিনিয়োগ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ে পদোন্নতি পাওয়া সচিব মোঃ জাকির হোসেন আকন্দ। শুক্রবার বিকালে বরিশালের নিজ উপজেলা গৌরনদীর সরিকল ইউনিয়নের হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজ হলরুমে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আহসান, পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক লিজেন শাহ নাঈম, সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলে রাব্বী। বক্তব্য রাখেন নিজাম উদ্দিন কলেজের অধ্যক্ষ অসিম কুমার শিকদার, কলেজ গভর্নিং বডির সভাপতি প্রদীপ কুমার নাগ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবা উদ্দিন আকন, সাংবাদিক আনিসুর রহমান প্রমুখ।

Share.

Leave A Reply

Exit mobile version