রোমানিয়ার

চতুর্থ বিভাগ ফুটবল লিগের খেলা। কিছুক্ষণ পর মাঠে মুখোমুখি হবে অ্যাথলেটিকো অরেদা ও দায়োসিগ স্পোর্টিং। খেলা শুরুর আগে ফটোসেশনে তিন রেফারি। কিন্তু মাঠে হঠাৎ কাণ্ড ঘটিয়ে ফেললেন রেফারি মারিয়াস মাতিয়া। নারী রেফারির জর্জি দুমারকে চমকে দিয়ে মাঠেই প্রেম নিবেদন করেন বন্ধু মাতিয়া। অবশ্য জর্জিকে অনেকদিন ধরেই পছন্দ করেন মারিয়াস। কিন্তু প্রেম নিবেদন করার সুযোগ পাচ্ছিলেন না। তবে তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। দুজনেই রেফারি। তাই ফুটবল মাঠকেই সবচেয়ে সেরা জায়গা মনে করে সেখানেই জর্জিকে প্রেমের প্রস্তাব দেন।

এভাবে প্রেমের প্রস্তাব পাবেন, আশাই করেননি জর্জি। প্রথমে হকচকিয়ে যান। অবশ্য তাকে অনেক দিন ধরেই পছন্দ করেন, সেটা তিনি বুঝতে পেরেছেন আগেই। তবে শেষ পর্যন্ত প্রেমের প্রস্তাব গ্রহণ করলেন মাঠেই।

Share.

Leave A Reply

Exit mobile version