গৌরনদী সরিকলে প্রতিবন্ধী মনিরের লিজকৃত জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক।। জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের প্রতিবন্ধী মনিরের নামে ১৯ শতক বরাদ্দকৃত সরকারি জমি দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। ওই গ্রামের আব্দুস ছাত্তার দুররানীর পুত্র প্রতিবন্ধী মনির দুররানী জানান, ২০১৭ সালে সরিকল মৌজার ১৯ শতক জমি উপজেলা ভূমি অফিস থেকে ভূমিহীন বিবেচনায় আবেদনের প্রেক্ষিতে তার (মনিরের) নামে বরাদ্দ দেয়া হয়। অতি সম্প্রতি ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় দুই প্রভাবশালীর। তিনি আরও জানান, ওই দুই প্রভাবশালীর বাঁধার কারনে সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমিতে তিনি যেতে পারছেননা। এবিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন

Share.

Leave A Reply

Exit mobile version