ফরিদপুরের ১৪ই মে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহসান-আল আসিফ (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেক কর্মকর্তা এ কে এম আব্দুর রকিব (৫০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আহসান-আল আসিফ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে। তিনি পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক সমকালকে বলেন, ‘ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুটির ভেতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।’

পূবালী ব্যাংক ফরিদপুর শাখার আরেক কর্মকর্তা গৌতম চন্দ্র পাল জানান, ‘এই দুই ব্যাংক কর্মকর্তা শরীয়তপুর জেলার ভোজেশ্বর শাখা পরিদর্শন শেষে ফরিদপুর ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।’

Share.

Leave A Reply

Exit mobile version