গৌরনদী প্রতিনিধি।। রাতের আঁধারে সরকারী খাল দখল করে নির্মিত দুটি পাকা স্থাপনা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক নিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ও আগরপুর খালের চন্দ্রহার বাজারের। জানা গেছে, ওই বাজারের পাশে সরকারী খাল দখল করে রাতের আধাঁরে দুইটি পাকা স্থাপনা নির্মান করেছিলো নুরুজ্জামান বেপারী ও রেজাউল সরদার নামের স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি। সরকারী খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মান করার খবর পেয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। সহকারী কমিশনার জানান, উপজেলার মধ্যে যতোগুলো অবৈধস্থাপনা রয়েছে পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা

Share.

Leave A Reply

Exit mobile version