নিজস্ব প্রতিবেদক ॥ “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া হোসেন, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ অলিউর রহমান প্রমুখ। একইদিন সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম ও এতিমখানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধণ করেছেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

Share.

Leave A Reply

Exit mobile version