বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন রহমতপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকাল ৪ টার সময় উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার বেপারীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা, সাবেক ইউ’পি সদস্য মোঃ দুলাল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তপন লস্কর, সুশান্ত দাস, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বেপারী, জনু বেপারী, ছাত্রলীগ নেতা অন্তু মুনতাসির। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের পর বাজারে মিষ্টি বিতরণ করেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।

Share.

Leave A Reply

Exit mobile version