নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠী গ্রামে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে আলেয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আলেয়া বেগম ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের স্ত্রী।
গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম মির্জা মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, আলেয়া বেগম ঢাকায় বেড়াতে গিয়ে জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পর প্রাইভেটভাবে চিকিৎসক দেখিয়ে বাহিরের একটি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হয়ে আলেয়াকে নিয়ে তার স্বজনরা চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু হাসপাতালে আসার আগেই আলেয়া বেগমের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবক মারা গেছেন। এদিকে বুধবার দুপুর পর্যন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। যারমধ্যে তিনজন শিশু, ৩৪ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ হাসপাতালে মোট ১০১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ৫১জন বাড়ি ফিরে গেছেন।

Share.

Leave A Reply

Exit mobile version