উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রকৃত মালিকের ভোগ দখলীয় জমিতে রোপিত ২১টি পেঁপে গাছ কেটে জোর পূর্বক জমি দখলের পায়তারা চালাচ্ছে ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ আগষ্ট উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের কৃষক বাবুল খানের ক্রয়কৃত ভোগ দখলীয় জমিতে ২১টি ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে একই এলাকার প্রভাবশালী অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য মামুন হাওলাদার ও তার ভাই দেলোয়ার হাওলাদারসহ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী। জানা যায় বাবুল খান ২০১৬ সালে একই এলাকার টিপু সুলতান ও দেলোয়ার হোসেন দিলুর কাছ থেকে ২৩৮৮ নং দলিল মূলে বামরাইল ও কালিহাতা মৌজায় ৪২ শতাংশ জমি ক্রয় করে বামরাইল মৌজার ১৯২ নং দাগে ২৩ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করেন। ২ আগষ্ট সন্ধ্যার দিকে ভূমি সদ্যুরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ২১টি পেঁপে চারা কেটে ফেলে। এ ব্যাপারে বাবুল খান মামুন হাওলাদার ও দেলোয়ার হাওলাদারকে আসামী করে উজিরপুর থানায় অভিযোগ দায়ের করেন।

Share.

Leave A Reply

Exit mobile version