সেলিম রেজা,  সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার জনপ্রিয় সামাজিক সংগঠনের নাম ভয়েস অব কাজিপুর। গত ৭/৮ বছর যাবৎ বিভিন্ন মানবসেবামূলক কাজ করে ইতিমধ্যে সবার কাছে অন্যরকম গ্রহনযোগ্যতা অর্জন করেছে এই প্রতিষ্ঠান। কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত অথচ সেলাইয়ের কাজ জানে এরকম মহিলাদের খুঁজে বের করে তাদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ করছে এই সংগঠন। আবার বেশ কিছু অটো ভ্যান ও মুদি দোকানও করে দিয়েছে। গত কয়েক বছরে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবার স্বাবলম্বী হয়েছে। যাদের সংসারই চলতো অন্যের কাছে হাত পেতে তারা আজ এই দোকান ও সেলাইমেশিনের মাধ্যমে ভাল আয় করছে বলে জানা যায়। এই মহতি উদ্যোগের প্রশংসা করছে সবাই। ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান,” সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে স্থায়ীভাবে আয়ের উৎস তৈরী করে দিতেই আমাদের এই উদ্যোগ, আমরা আমাদের তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে ইতিমধ্যে বেশ কিছু মুদি দোকান ও অটো ভ্যান দিয়েছি, সেলাইয়ের কাজ জানা মেয়েদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তাদেরও স্বাবলম্বী করার চেষ্টায় আছি, আমার বিশ্বাস সমাজের সব বিত্তবানেরা যদি এগিয়ে আসে তাহলে সুবিধাবঞ্চিতমুক্ত দেশ আমরা গড়তে পারব ইনশাআল্লাহ”।

Share.

Leave A Reply

Exit mobile version