
বরিশালে তাল ও খেজুরের চারা রোপণ
স্টাফ রিপোর্টার, বরিশাল :- জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় গ্রামীণ সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তাল ও খেজুরের চারা রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া-নলচিড়া সড়কে চারা রোপণের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সচিব মাহাতাব হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, হাসান আল মামুন, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
