বরিশালের বাবুগঞ্জ থানার নবাগত ওসি মিজানুর রহমান

রফিকুল ইসলাম রনি, বরিশাল:- জেলার বাবুগঞ্জ থানায় নবাগত (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান।
সোমবার ২ সেপ্টেম্বর তিনি ওই থানার ওসি দিবাকর চন্দ্র দাসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে মিজানুর রহমান কুয়াকাটা মহিপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বরগুনা জেলার আমতলী, তালতলী ও মির্জাগঞ্জ থানায় সুনামের সহিত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ওসি মোঃ মিজানুর রহমান পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠী ইউনিয়নের ইন্দ্রের হাট এলাকার এক সমভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
চৌকস পুলিশ অফিসার ওসি মিজানুর রহমান বলেন, ‘বাবুগঞ্জ থানায় যোগদান করে আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে বাবুগঞ্জকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা।’ বাবুগঞ্জে শান্তি শৃংখলা রক্ষা ও মাদক, জঙ্গীবাদ দমনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

Share.

Leave A Reply

Exit mobile version