উজিরপুর প্রতিনিধি ঃ  শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বজ্রপাত রোধে তালের বীজ বপন অভিযান উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। গতকাল সকাল ১০টায় ইচলাদী থেকে শিকারপুর সড়কে রাস্তার দুই পাশে বীজ বপন অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সেলিম হাওলাদার, উপজেলা বন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, মুন্ডপাশা-জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকান্দার হোসেন হাওলাদার, শিকারপুর জি.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ হালদার, শিকারপুর গ্রামের দফাদার সামসুল হক হাওলাদার, স্বেচ্ছাসেবক কাজী আবু তালেব ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Share.

Leave A Reply

Exit mobile version