শাহজাহান কবির

স্টাফ রিপোর্টার, বরিশাল: জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক শারমিন কবির বিথীর বাবা গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা এইচএম শাহজাহান কবির (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। শনিবার বাদ আসর মরহুমের জানাজা শেষে দক্ষিণ পিঙ্গলাকাঠী হাজীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

Share.

Leave A Reply

Exit mobile version