কেমন আছে আশ্বিনের দিন,

শুভ্র কাশবন,

সোমত্ত সন্ধ্যানদী?

বহুদিন ভালোবাসাহীন-

 

পাইনি তার কোনো কুশলাদি!

কেমন আছে একেলা ডাহুক,

জোড়া শালিক, তুলসী,

তেতুল,বাসক,বকুল-বিবিধ বনৌষধি?

 

বহদিন অনুভুতিহীন,

তার খোঁজে নির্দ্বিধায় কাঁদি!

 কেমন আছে শিউলি,

শেফালী, হাস্নাহেনা,বেলী,

কেয়া, জারুল, জুঁই,

চামেলি, সরিষা, সবুজ কলাই?

 

 এখনো’কি রাত্রিদিন,

নিতে চায় আর কেউ ঠাই!

তবুও দিলাম লিখে এই পত্র

আশ্বিনের দিনে সাঁইত্রিশ বছর পর

যদি কেউ হস্তলিপি চিনে!

 

লেখক,

মুহাম্মদ সাঈদ

Share.

Leave A Reply

Exit mobile version