সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ছয় বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর সদররোডে বরিশালের শিশু সংগঠন খেলাঘড়ের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা শিশু তুহিনসহ অন্যান্য শিশু হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Share.

Leave A Reply

Exit mobile version