
বরিশালের উজিরপুরের জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ে টাকার অভাবে বই না নিয়ে খালি হাতে ফিরে গেছে অনেক শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম মাঝি বই উৎসবকে সামনে রেখে গরিব অসহায় শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ’র নাম করে জন প্রতি ৫শত টাকা করে হাতিয়ে নিয়েছে । যারা টাকা দিতে ব্যার্থ হয়েছে তাদের ভাগ্যে বই জোটেনি। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক সেকেন্দার আলীর নিদের্শে বিভিন্ন সহকারী শিক্ষকরা প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নগদ টাকা আদায় করে স্লিপের মাধ্যমে বই দিচ্ছে। যারা টাকা দিতে পারছেন না তারা বই সংগ্রহ করতে পারছে না। অভিভাবকরা অভিযোগ করে বলেন নজরুল ইসলাম মাঝি আ’লীগের ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক ও প্রভাবশালী তার কথা অনুযায়ী প্রধান শিক্ষক সেকেন্দার আলী বই উৎসবকে সামনে রেখে জন প্রতি ৫শত টাকা করে আদায় করছে। ওই বিদ্যালয়ে প্রায় ১ হাজার শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা নগদ আয় করে নিচ্ছেন। এছাড়াও গত বছর শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগীতার ফি বাবদ জন প্রতি ৩শত টাকা করে আদায় করলেও কোন ক্রিড়া প্রতিযোগীতা হয়নি। সারাদেশে বিনামূল্যে বই বিতরণ হলেও জয়শ্রী মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ে তার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তারা নিজেদের ইচ্ছা মত বই দেয়ার নাম করে নগদ টাকা আদায় করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল হক বলেন বই দেয়ার সময় কোন টাকা বা সেশন চার্জ নেয়ার বিধান নেই। যদি কোন ব্যক্তি লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন টাকা আদায় করেছি ম্যানেজিং কমিটির নির্দেশ অনুযায়ী। তবে ৫শত টাকার কম যারা দিয়েছে তাদেরও বই দিয়েছি, এটা সেশন চার্জ, যা নিয়ম আছে আদায় করার।

