সেলিম রেজা: সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জ্বরে আক্রান্ত মালয়েশিয়া প্রবাসী এক রোগীকে নিয়ে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার সকালে ভর্তির পর চিকিৎসা না দিয়েই ওই রোগীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রোগীটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না, তা নিশ্চিত নন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। জ্বরে আক্রান্ত রোগীটি গত তিন সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে দেশের বাড়িতে ফিরেছেন। এরপর তিনি হঠাৎ জ্বরে আক্রান্ত হন। হাসপাতালে আসার পর থেকেই এ নিয়ে অন্যদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্ক দেখা দেয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামিমুল ইসলাম জানান, সোমবার সকালে রোগীটি ২০ দিনের জ্বর নিয়ে হাসপাতালে আসার পর চিকিৎসা দেয়ার জন্য তাকে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়। জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ ডা. সৈয়দ মনোয়ার আলী বলেন, যেহেতু তিনি গত ২০ দিন থেকে জ্বরে ভুগছেন, সেহেতু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি। করোনা ভাইরাসে আক্রান্ত হলে মাত্র দুই সপ্তাহের মধ্যে এ রোগের যাবতীয় লক্ষণ তার শরীরের মধ্যে ফুটে উঠতো। তাছাড়া, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এ রোগের লক্ষণ শনাক্তকরণে একদিকে যেমন পরীক্ষার ব্যবস্থা নেই, অন্যদিকে চিকিৎসায় উপযুক্ত ও প্রয়োজনীয় পরিবেশও নেই। এজন্য তাকে মেডিসিন ওয়ার্ডে না নিয়ে এসে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, রোগীটি হাসপাতালে আসার আগে একটি বেসরকারি ক্লিনিকে যান। সেখানে তাকে ভর্তি না করে দ্রুত এখানে পাঠানো হয়। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, লক্ষণ বা উপসর্গ দেখে রোগীটিকে আমরা কোনোভাবেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী বলছি না।
সংবাদ শিরোনাম
- সর্বোচ্চ ঝাঁকুনি দেখল বাংলাদেশ : বিশেষজ্ঞ
- বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- বেলকুচিতে “মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন!
- রাজ্জাক আমার সব ওরে ছাড়া বাঁচবো না
- উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না
- আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে? আত্মহত্যা আল্লাহর নিয়মের ওপর চূড়ান্ত হস্তক্ষেপ
- ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- চৌহালী যুব অধিকার পরিষদের কমিটি গঠন, সভাপতি হাসান খান তীব্র ও সম্পাদক মো: শাহজালাল রহমান
- উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
- সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন বৃত্তি ও সনদ প্রদান

