
মেহেরপুর জেলা পুলিশ অফিসে কর্মরত হিসাবরক্ষক জাফর আহমেদ এর পদোন্নতি সূত্রে মেহেরপুর জেলা হতে মাগুরা জেলায় বদলি হওয়ায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়ছে।গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, বিদায়ী হিসাবরক্ষক জাফর আহমেদ প্রমুখ। এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী হিসাব রক্ষক জাফর আহমেদকে উপহার সামগ্রী প্রদান করা হয।

