বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে সমর্থন দিয়ে সভা করেছে মহাজোটের শরীক দল উপজেলা ওয়ার্কার্স পার্টি। ১৯ ডিসেম্বর শনিবার বিকেলে বাবুলাল শীল স্মৃতি পাঠাগার ও ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে পার্টির কর্মীসভায় কমরেড এইচ.এম হারুন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ওয়ার্কার্স কার্টির নেতা কমরেড ফরিদ হোসেন সিকদার, জাহিদ হোসেন খান ফারুক, সুমন পান্ডে, সফিকুল আলম খান করিম প্রমূখ।

সভায় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, মহাজোট সরকারের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উজিরপুর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারীর নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণাসহ সব ধরণের সহযোগিতার আস্বাস প্রদান করে নৌকাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.

Leave A Reply

Exit mobile version