লীজের নামে একটি চক্র বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাংবাদিক কল্যাণ কুমার চন্দ্রের পৈত্রিক বসতবাড়ী দখল করে নিচ্ছে একটি চক্র। পর্যায়ক্রমে এই দখল প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি একটি জলাশয় ভরাট করা হয়েছে। এর আগে ভেঙ্গে ফেলা হয়েছে পাকা ভবন। অথচ এই জমি নিয়ে অর্পিত সম্পত্তি ট্রাইবুনালে মামলা চলমান রয়েছে।

উল্লেখিত ঘটনার প্রতিবাদে আজ সোমবার (৩ মে) নগরীর মহাত্মা অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দুই সন্তানকে নিয়ে অবস্থান ধর্মঘট করেন ভুক্তভোগী কল্যাণ কুমার চন্দ্র। তিনি সাংবাদিক ও মানরিটি রাইটস ফোরামের উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। ভূমি খেকো চক্রের জুলুমের শিকার কল্যাণ কুমার চন্দ্রের সাথে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের নেতৃত্বে একাত্ততা প্রকাশ করেন সাংবাদিক সমাজ।

Share.

Leave A Reply

Exit mobile version