
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি,মাননীয় সংসদ মো : শাহে আলম, বৃহস্পতিবার সকল দশটায়,উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আর্থিক সহযোগিতা প্রদান কালে উপস্থিত ছিলেন,উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রনীতা বিশ্বাস,উপজেলা আ’লীগ সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো গিয়াস উদ্দিন বেপারী , জেলা পরিষদ সদস্য মো: আরঙ্গজেব হাত্তলাদার,শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মো সরোয়ার হোসেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল রহিম মাস্টার ,সাধারন সম্পাদক মো নজরুল ইসলাম মাঝী,উপজেলা ট্যাগ অফিসার প্রশান্ত বালা,ইউপি সচিব মো মিজানুর রহমান,ইউ পি সদস্য মো :আশ্রাব হোসেন রাঢ়ী,মো সেলিম মুন্সি,যুবায়ের মিয়া,সিউলি বেগম প্রমুখ,এসময় শিকারপুর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে প্রত্যেককে চারশত পঞ্চাশ টাকা করে,চৌদ্দ শত ছিয়াণম্বই জনকে,মোট ছয়লক্ষ সাতসষ্টি হাজার টাকা প্রদান করা হয়।

