নাজমুল হক মুন্না :: সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালের ৪৫ গ্রামবাসীর ঈদ উদযাপন করেছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। সকাল নয়টায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার শাহ ছুফি মততাজিয়া

জামে মসজিদের পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম সহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজের জামাতে অংশ নেয়।

আরো জানা গেছে, বরিশাল সহ বিভাগের ৪ জেলার মানুষ একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ পালন করে আসছেন এরা সকলেই চট্রগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারী গ্রাামবাসীরা। বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের
তাজকাঠি এলাকার শাহ ছুফি মততাজিয়া

জামে মসজিদের সভাপতি জনান, সৌদির সাথে মিল রেখেই বরিশাল বিভাগের চার জেলার প্রায় ৪৫ টি গ্রামে কয়েক হাজার মানুষ রোজা ও ঈদ পালন করছি আনন্দঘন পরিবেশে। তবে এই বছর ও করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত সম্পন্ন হয়েছে বলেও জানান এই অনুসারী, এ ছাড়া বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এই জামাত অনুষ্ঠিত হয়েছে

Share.

Leave A Reply

Exit mobile version