অবসর সময়ে বা সুযোগ পেলেই ফোন নিয়ে ঘাটাঘাটি করার অভ্যাস প্রায় সব বয়সি মানুষের মধ্যেই বিদ্যমান।আর তা যদি তরুনদের বেলায় তবে তো কথাই নেই। তরুনরা সবসময়ই সুযোগ খোজে স্মার্ট ফোন ব্যাবহারের। আর এই করোনা মহামারীর সময় ঘরের মধ্যে আবদ্ধ তরুনরা অবসর সময় কাটাতে স্মার্ট ফোনকেই প্রাধান্য দিয়ে অতিরিক্ত ভাবে এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। স্কুল কলেজ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা গত বছর মার্চ মাস থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য ঘরের বাইরে যেতে পারে না, এছাড়াও অনলাইনে ক্লাশ ও শিক্ষালাভের জন্যেও পরিবার থেকেই হাতে তুলে দেওয়া হচ্ছে স্মার্ট ফোন। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্মার্ট ফোনের সুফল-কুফল দুটি দিকই রয়েছে।তারপরেও স্মার্ট ফোনের প্রতি অতিরিক্ত আসক্তিতে এর নেতিবাচক প্রভাবই বেশি বলাই বাহুল্য। (ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন, মুঠোফোনে আসক্ত ব্যক্তিদের উচ্চরক্তচাপ, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। শতকরা ৬৩ শতাংশ মানুষ ঘুম থেকে উঠেই স্মার্টফোনে আগে চোখ রাখে। তথসূত্র;প্রথম আলো।)

Share.

Leave A Reply

Exit mobile version