বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল সোমবার ভোর রাতে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নেতৃত্বে ওসি (তদন্ত) মমিন উদ্দিন রিয়াদ সহ পুলিশের একটি চৌকস দল বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের লবনসাড়া গ্রাম থেকে হত্যা মামলার প্রধান আসামী সবুজ সেপাই কে গ্রেফতার করে পুলিশ উজিরপুর থানায় নিয়ে আসে। জানাযায়, ২৯ জুলাই জমিজমা বিরোধের জেরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা দেলোয়ার কে হত্যা করে। একই পরিবারের ৪ জন গুরুত্বর আহত অবস্থা চিকিৎসাধিন ছিলো। আহতদের ভিতর বড় ছেলে বিপ্লব ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার ছোট ছেলে জুয়েল তালুকদার হত্যার দুই দিন পর নাম উল্লেখ করে ৩২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় প্রধান আসামী সবুজ সেপাই সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মুক্তিযোদ্ধা ও তার ছেলে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী সবুজকে ভোর রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে ওই আসামীকে নিয়ে মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে

Share.

Leave A Reply

Exit mobile version