
রাঙ্গাবালী উপজেলাধীন চরমোন্তাজ ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড চর আন্ডার মোঃ আবুল কালাম শিকদারের ছেলে ও বরিশাল বি এম কলেজের সাবেক ছাত্র মোঃ শামীম শিকদার ৪০ তম বিসিএস এ নন ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত, নিরবচ্ছিন্ন দ্বীপ চর আন্ডার ছেলে হিসেবে এমন সাফল্যে চর আন্ডা এলাকাবাসী তাকে নিয়ে গর্বিত। এলাকাবাসীর কন্ঠে মোঃ শামীম শিকদার তাদের এলাকার নামকে উজ্জ্বল ও সাফল্যমন্ডিত করেছেন তারা তার জন্য দোয়া ও নিরন্তর শুভকামনা করেছেন।

